ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
ও ভাই মুসলমান
হও সাবধান সাবধান
পড় হাদিস কোরআন নয়তো
শয়তান ছড়াবে বিভ্রান্তি ।


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
সদা কর সৎ কাজ
সবে পড় হে নামাজ
দেহ মন থাকবে পবিত্র প্রফুল্ল
আসবেনা অস্বস্তি ক্লান্তি ।


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
ইসলামে নাই ভেদ
তার আদর্শও সফেদ
ছোট বড় আর ধনী গরিবের
কি দারুণ নিবিড় সম্প্রীতি !


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
ইসলামে নাই ঘৃণা
নাই ব‍্যভিচার যিনা
আছে পরিবার রাষ্ট্র সমাজ
সুরক্ষার সুন্দর রীতি নীতি ।


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
আছে ইনসাফ ন‍্যায‍্য
নেই অন‍্যায় বাণিজ্য
সুদ ঘুষ জুলুমেরও বালাই  
নেই আছে সর্বত্র পরিমিতি ।


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
এটি পূর্ণাঙ্গ জীবন বিধান
করেছে আল্লাহ্ সুমহান
জীবন সফলতায় এতে মোটে
নেইতো কোন ভুলভ্রান্তি ।


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
করবে সবর প্রতীক্ষা
যতই দেবে পরীক্ষা
ততই করবে রচনা তোমার
নব নব কালের ক্রান্তি ।


ইসলাম মানে শান্তি
ইসলাম মানে শান্তি
ওগো আদম সন্তান
শোন ইসলামী আহ্বান
তোমার জীবন ধন‍্যে নবীজি (স)
কেঁদে সদা বলছে উম্মতি উম্মতি ।


রচনাকালঃ- রাত ২.৫৬টা, ৫ চৈত্র ১৪২৮, ১৯ মার্চ ২০২২, সবে বরাতের রাতে, মিরপুর, ঢাকা ।