মনে ছিল না সংশয় করতে পারতাম
বিশ্বজয় তোমার প্রেরণাটুকু পেলে ।
সে-ই তুমিই আমার আশা আকাঙ্ক্ষা
স্বপ্ন সাধ আজ সবই কেড়ে নিলে !
আমায় নিঃস্বও করে দিলে !


রোগ শোক জরা ব‍্যাধি যখন থাকতো  
আমার থেকে যোজন যোজন দূরে ।
অনাকাঙ্খিত এসব কিছুই প্রতিনিয়ত
এখন আমায় খাচ্ছে কুঁড়ে কুঁড়ে ।
বিষন্নতা আমার সর্বাঙ্গ জুড়ে ।


আমি তো কভু চাইনি তোমায় রাখবো
শুধু আমারই তরে কুক্ষিগত করে ।
বরং দিতে চেয়েছিলাম তোমার অপার
সম্ভাবনাময় সুন্দর জীবনটাকে গড়ে ।
কিন্তু তুমি আমায় দেখছ ঘৃণা ভরে !


আগে যে বুঝিনি কারো জীবনে নিজের
অপূর্ণ স্বপ্ন পুরা করতে চাওয়া অন‍্যায় ।
তাইতো আজ আমি ভেসে যাচ্ছি শুধুই  
তোমার হাজার দোষারোপের বন‍্যায় ।
বুঝিনা হায় ! কি অন‍্যায় কি ন‍্যায় !


রচনাকালঃ- রাত ১০.১১টা, বুধবার, ২৪ ফাল্গুন ১৪২৮, ৯ মার্চ ২০২২, মিরপুর, ঢাকা ।