দুর্গতরা উদ্বাস্তুও হয়েছে কতদিন হল,  
এখনও অনাহারী হয়ে রোদে পড়ে আছে সটান !
খবরে এলো, গোটাদুনিয়া জানলো,  
পরিশেষে জানলো মাননীয় মন্ত্রী সাহেবজান ।।


তারা ক’দিন ধরে ক্ষুধায় করছে ভীষণ ছটফট,    
যদিও খবর পেয়ে মন্ত্রীমহোদয় পৌছাল ফটাফট ।
কিন্তু তখনো পৌঁছেনি সাংবাদিকের মোটরযান ।।


ওদিকে জনরোষের পড়লে সরব,  
নাহ্‌ , শুভ নয় জনতার এই কলরব,  
চতুর মন্ত্রী তাই চেঁচিয়ে বলল এই কে আছিস.....
মাইক আন, ক্যামেরা আন,
আমি ত্রান ন ন দেব ত্রা ন ন ন ন.................।।


আমার সরকার এ ব্যপারে সদা তৎপর,
অথচ উনারা আগে পায়না কোন খবর,  
মন্ত্রীমহোদয় এনিয়ে করছেনও কত ভান ।

জনতার সম্পদ জনতারই করবে শুধু বণ্টন,  
কিন্তু তিনি যেন করছেন দয়ার দান.........!!
ততক্ষণে দুর্গতদের কতেক.........
বেচারারা বেঘোরে হারিয়েছেও তাদের প্রাণ !!

এ ত্রাণ দিয়েছিল দেশী বিদেশী কত মহান দাতা,
কত দাতব্য সংস্থা, আরও অনেক দেশের সরকার,  
কিন্তু, দুর্গতদের জন্য নয় কর্তারাই করতে সাবার,  
সে চেষ্টাই যেন তারা চালায় আপ্রান........।  
হে প্রভু, তুমি এই রক্ষক রূপী ভক্ষকদের হাত
থেকে মোদের কবে দেবে গো পরিত্রাণ.......???
                  
রচনাকালঃ- শনিবার ১০/০৩/২০১৮ ঢাকা ।