অন্ধ আবেগে নিষ্ঠুর নির্দয়দেরকে করতে গিয়ে মায়া
উল্টো ঘৃণা উপহাসের উপহার আমি করেছি অর্জন
সবকিছুর সাথে হারিয়েছি আমার মহামূল্যবান কায়া
অন্ধ আবেগে নিষ্ঠুর নির্দয়দেরকে করতে গিয়ে মায়া
তারা আমার ওপর ফেলেনি একটুও করুনার ছায়া
অথচ আমার ব্যক্তিত্ব হায়া সবটাই দিয়েছি বিসর্জন
অন্ধ আবেগে নিষ্ঠুর নির্দয়দেরকে করতে গিয়ে মায়া
উল্টো ঘৃণা উপহাসের উপহার আমি করেছি অর্জন ।
রচনাকাল :- রাত ১:১১টা, শনিবার, ২১জুন ২০২৫, ঠাকুরগাঁও, বাংলাদেশ ।