আধুনিকতার দোহাই দিয়ে
স্বল্পবসনে বেড়াও দাপিয়ে
করছো পশ্চিমা সংস্কৃতিতে জীবন যাপনের আহ্বান ।
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


তুমিই স্রষ্টার শ্রেষ্ঠ প্রতিনিধি
তোমায় মানতেই হবে বিধি
আর জীবন দর্শন কেন খোঁজো থাকতে কোরআন ?
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


অজ্ঞতাবশত তুমি যে উদ্ভ্রান্ত
তদুপরি অন‍্যকে কর বিভ্রান্ত
জানো না ভবে সভ‍্যতা আনয়নে নবীদের অবদান ?
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


প্রভুর খাদ‍্য জল আলো বায়ু
ভোগ করেই পূর্ণ করছ আয়ু
কিন্তু মানতে কেন গো চাওনা তারই বিধি বিধান ?
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


ইসলাম এমনি হয়নি প্রতিষ্ঠা
কত নবীদের ছিল ত‍্যাগ নিষ্ঠা
যার জন‍্য অগণিত মানুষও প্রাণ করেছে কোরবান !
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


বেপরোয়া হচ্ছো কার স্বার্থে
নাকি নিজের স্বার্থ চরিতার্থে
তুমি আজ নিজে নিজের বিবেকটা করেছ বিরান ?
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


মুসলমান মানে যে সমর্পিত
নিজেকে স্রষ্টায় কর অর্পিত
দুনিয়া তোমার পরীক্ষাগার অতএব হও সাবধান !
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


তুমি এসেছিলে দেখাতে পথ
নিজেকে শুধরিয়ে নাও শপথ
এড়িয়ে চল না তোমাতে অর্পিত সেই দায়িত্ব জ্ঞান।
তোমার তো ভুলে গেলে চলবে না তুমি মুসলমান !


রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.০৮টা, সোমবার, ১১ অক্টোবর ২০২১, ঠাকুরগাঁও ।