এদেশে উচ্চ শিক্ষার নামে প্রহসন
আদৌ এতটা ছিল কি দরকারি ?  
শিক্ষিতরা আজকাল ক'জন হচ্ছে
গুণী ? কিন্তু হয় তো অহংকারী !
মা-বাবা মাথার ঘাম পায়ে ফেলে
করে খাচ্ছে অন‍্যের বাড়িতে কাজ ।
তথাকথিত ঐ শিক্ষিতরা ছোট খাট
কাজ করতে বেজায় করে লাজ ।
স্বনির্ভর তো হতেই শিখেনা আজব
এবং অবাস্তব এই শিক্ষা অর্জনে ।
সৃষ্টিশীলতা তো বহুদূরের ব‍্যপার
বরং অক্ষম নিজ জিবিকা উপার্জনে ।
উচ্চ শিক্ষার নামে শুধু বিলাসিতায়
আজ গা ভাসিয়ে চলেছে সবে ।
লবডঙ্কা পড়তেই জীবনের অর্ধেক
তার প্রতিফলন আর ঘটাবে কবে ?
শিখে একটা তো কর্ম আরেকটা
এ শিক্ষার তবে কি আছে মানে ?
শিক্ষার্থীও জানে না অর্জিত জ্ঞান
বাস্তবে লাগাবে যে কোনখানে ।
অর্ধেক জীবনের এ শিক্ষা অর্জনে
না হল তার ইহকাল কি পরকাল ।
সুশিক্ষার অভাবে তাই খাচ্ছে যেন
সবে পরের মাথায় ভেঙ্গে কাঁঠাল ।
দেশ সেরা যে ভার্সিটি নিয়ে করছি
বড়াই, তা নাকি হাজারেও নাই ।
অথচ এ গ্রেডের হাজার ছাত্র এক
আসনের বিপরীতে করছে লড়াই ।

রচনাকালঃ- রাত১১.৫৭টা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।