আর কতই না বিশেষণে বিশেষায়িত করে
ওদেরকে বলবে ওরা উদার মনা ?
কিন্তু আমি দেখছি ওরাই তো নাটের গুরু,
যাদের হাড়ে হাড়েই হারামীপনা !
উদার মনা হলে ওরা তো সবাই সবাইকে
মানতো নির্দ্ধিধায় অতি সহজে ।
তবে কেন ওরা সর্বদা বিভ্রান্ত করে শুধুই
আমার ইসলাম ধর্মীয় কাজে ?
ইনিয়ে বিনিয়ে সারাক্ষণই দেখি শুধু করে
আমারই ধর্মের বিরুদ্ধাচরণ ?
আমি কি তবু উদারচিত্তে কথিত উদারমনা
হিসেবে ওদের করবো বরণ ?
আজগুবি সব যুক্তি তর্কে আমার ধর্মকেই
সর্বদা ওরা করে চলে কটাক্ষ ।
যা দেখে দেখে প্রতিনিয়তই বিদীর্ণ হচ্ছে
আমার এই সুকমল বক্ষ ।
উদারমনার ধ্বজ্জা ধরে ওরা আসলে কার
গোপন আঁতাত করে বাস্তবায়ন ?
আর আমরা হাঁদারামরা কতকাল দেখবো
ওদের ঐ সফল নাটকের মঞ্চায়ন ?
আর কতকাল আবাল সেজে সহ্য করবো
ওদের ছলাকলা মুখে পুড়ে বীচিকলা ?
কোন বাঙ্গী ফাটাবো একা দ্রোহের কবিতা
লেখে আমি অখ্যাত কবি চাঁছাছোলা ?


রচনাকালঃ- বিকাল ৪:০৯টা, রবিবার,  ১৭ চৈত্র ১৪৩০, ৩১ মার্চ ২০২৪, মিরপুর,  ঢাকা ।