হে প্রভু দয়াময়......
তোমার দয়া পেতে আমার আর
কবে হবে সময়  ?
সৎ পথে চলতে সত‍্য কথা বলতে
জীবনে দিলাম কতই না ছাড় ।
অথচ দেখি অসৎ আর মিথ‍্যারই
সর্বত্র জয় জয়কার !
তবে এলাম কি আমি একেবারে
এই উল্টা যামানায় ?
যার জন‍্য এত ব‍্যর্থতা এত গ্লানি,
কে তবে নেবে দায় ?
হায় ! আমারই এমন কপাল ?
যে ডাল ধরতে চাই কেন শুধুই
ভেঙ্গে যায় সেই ডাল ?
করতে যাই সদা পূন‍্য হয়ে যাই
উল্টা মহা পাপীষ্ঠ ।
চাই স্বসম্মানে উচু তলায় চলতে
কিন্তু হই নীচু তলায় পদপিষ্ট ।
অতিষ্ঠ এ জীবন যেন এখন এক
যন্ত্রণার বিশাল আধার ।
আত্মবিশ্বাস প্রত‍্যয় বারবার তাই
প্রতিকূলতায় মানে হার ।
কি আর করি কোন বেশই বা ধরি
ভেবে তো পাইনা কূল ।
হাজার ভেবে চিন্তে যা-ই বা করি
সবি নাকি হয় ভূল ?
ভুলে ভুলে এই জীবন চলে এখন
এমনই হাজার ব‍্যর্থতায় ।
তুমিই বল এমনি যখন বাঁচা দায়
তবে বাঁচাও মোরে কিসের আশায় ??

রচনাকালঃ- রাত ১১.০১টা, রবিবার, ২৭ আষাঢ় ১৪২৮,
১০ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।