জনসংখ্যার বিশাল বিস্ফোরণে গিজগিজ
করছে গোটা উপমহাদেশ  ।
বিদ্বেষ আর বিভেদ ভুলে তাই মিলেমিশেই
করি সবাই সুন্দর বাঁচার পরিবেশ ।
আমাদের জায়গা জমি অর্থ সম্পদ কিংবা
কর্মসংস্থান আছে বেজায় অল্প ।
বিকল্প হিসেবে একটি করে উর্বর মস্তিষ্ক
আছে চালু করি তা নিয়ে সুষ্ঠু প্রকল্প ।
অসহিষ্ণুতা ছড়াতে বিবাদে জড়াতে এবার
সকল পথ চিরতরে করি বন্ধ ।
রাজনীতি বাদে কাজনীতি করি মহমানবিক
সমাজ গড়ি না হই নাস্তিক বা ধর্মান্ধ ।
একবিন্দু স্ফুলিঙ্গ ছড়ালে দাবানলের মতো
হেথা ছড়াবে হিংসা ঘৃণার আগুন ।
তুচ্ছ ঘটনার রেশ ধরে ভয়াবহ হানাহানিতে
ক্ষতির আশংকা থাকে যে বহুগুণ ।
যত জটিলতা কুটিলতা পরিহার করে সবার
মনগুলো করি শিশুর ন‍্যায় সরল ।
বংশ পরম্পরায় স্বীয় কল‍্যান কামনায় অন্তর
হতে উগরে ফেলি জমানো যত গরল ।
আজ হতে সকল চক্রান্ত করি বন্ধ অতিক্রান্ত
করতে হবে যে দুস্তর ক্রান্তিকাল ।
নয়তো রক্ত গঙ্গায় ভাসতে থাকবো তিমিরে
সবে উদিত হবে না আশার সকাল ।
ঘরে ঘরে আবার একান্নবর্তী পরিবার আর
পাড়ায় পাড়ায় গড়ি প্রতিবেশীর বন্ধন ।
স্বার্থপরতা অনৈতিকতা শঠতা পরিহার করে
এক হাঁড়িতে সবারই হোক রন্ধন ।
বৈষম্য বিসম্বাদ কিংবা বঞ্চনার অযৌক্তিক
শিক্ষা হতে বদলাই শিক্ষা নীতি ।
আদর্শ নৈতিক এবং যুগোপযোগী শিক্ষাদানে
গড়ি সুস্থ ধারার সম্প্রীতির সংস্কৃতি ।
অর্নুদ্ধ বিশে সর্বশিক্ষা শেষে সবাইকে যেন
স্বাবলম্বী করে সমাজে গড়ে তুলি ।
পরিনাম সচেতন হতে ধর্মীয় আর প্রাকৃতিক
শিক্ষা নিতে কেউ না যেন ভুলি ।
পরস্পরের প্রতি পরস্পরের জাগিয়ে তুলতে
হবে ভাতৃত্ব মমত্ব মানবিক দায়িত্ববোধ ।
নচেৎ আপামর জনতার প্রতি প্রকৃতিও নেবে
সময়ে সময়ে চরম প্রতিশোধ  ।
তাই উপমহাদেশ বাসির লক্ষ হোক একটাই
মানব সম্পদে গড়ি মহামানবিক পরিবেশ ।
তাতে সারা বিশ্বের শান্তি শৃংখলা সমৃদ্ধি এনে
দেবে আমাদেরই উপমহাদেশ  ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬.১৩টা, সোমবার, ৫ পৌষ ১৪২৮, ২০ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।