আষাঢ় ও শ্রাবণের বর্ষাকালে
রিম-ঝিম-রিম টিনের চালে  
সুর ছন্দের তালে তালে ।


বৃষ্টি আসে মোর পাড়া গাঁয়ে  
রুনুঝুনু রুপার নুপুর পায়ে  
নৃত্যানন্দে মন মাতায়ে ।    


রিমঝিম রিম বাদলধারার বৃষ্টি
গানে তার সুর যে কত মিষ্টি
করে অনাবিল সুখ সৃষ্টি ।

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডেকে যায়  
কে জানে ওরা থাকে কোথায়
শুধু দেখা যায় এই বর্ষায় ।


কানায় কানায় ভরে খালবিল
করে হাসি খুশিতে খিলখিল
সুখে উরে চলে গাংচিল ।


জলে ঝপাৎ ঝাঁপে গাঁও বালক  
সাদা বক ঝাঁক বাঁধে চকচক
শাপলা পদ্ম বাড়ে লকলক ।


কালোমেঘ জমাট বাঁধায় ঘোর
নদে ঢেউ খেলে যায় তুখোড়
বর্ষাকাল যেন উৎসব মুখোর ।  


রাশি রাশি জল ছলাৎ ছল ছল  
চারিদিকে চেঁচামেচি হলাহল
বাড়ে নৌকা ডিঙ্গি চলাচল ।  

জেলে কৃষাণদের মন ও প্রাণে  
বর্ষাকাল যে অসীম সুখ আনে
শুনি তাদেরই গানে গানে ।  


রচনাকালঃ- সন্ধ্যা ৬.১৩টা, বৃহস্পতিবার,
৩১ বৈশাখ ১৪২৭, ২০ রমজান ১৪৪১,
১৪ মে ২০২০, মিরপুর, ঢাকা ।