তুমি নাকি আজকাল কবিতা লিখো
হয়েছ হালের কবি ?
তোমার বন্ধুরাও বলে নাকি এখনো
আঁকে তেল জল ছবি ?
তোমরা কি সবাই পাগল হয়ে গেলে
না কি জানি ?
পুরনো পাগলেরা ভাত পায়না নতুন
পাগলের আমদানি !
টাকা পয়সা কামাবার তোমাদের কি
কোন ধান্ধা মান্দা নাই ?
তোমাদের কথা ভাবতে বড্ড অবাক
লাগছে রে ভাই !
আরে ভাই এখন কি আর ঐ প্রতিভা
টতিভা বিকাশের দিন আছে ?
আয় বাণিজ্য ছাড়া কেউ কি থাকছে
পরে ওসবের পিছে ?
এখন মানুষের প্রতিযোগিতাটা শুধুই
টাকা কামানো নিয়ে ।
এখন আর কাম হবে না ঐ সেকেলে
সুকুমার বৃত্তি দিয়ে ।
অমুকেরা তো এত্তো এত্তো কামাচ্ছে
তুমি কামাচ্ছো কত ?
কামাইটাই যে এখন আসল আলাপ
বাকি ফালতু যত ।
বেকারেরা দিনমান গালগল্পে কিংবা
নেশায় থাকে বুঁদ ।
তাদের নিয়ে কোন দাদারাই দেখায়
না দরদ দিয়ে চারটা খুঁদ ।
সংস্কৃতিটাই হয়ে দাঁড়িয়েছে আজকে
শুধু অর্থ বানিজ‍্য উপার্জন ।
শিল্পী কবি সাহিত্যিকসহ সবাই তো
ধান্ধা ফিকিরেই দিয়েছে বিসর্জন ।
তাই রোজকার আলাপচারিতা সবার
শুধু রোজগার রোজগার......
পুজিঁবাদ পুরো পৃথিবীকে বানিয়েছে
যে সুবোধের কারগার !


রচনাকালঃ- ৭.৪৭টা, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।