আমি তো আকাশের চাঁদকে চাইনি
চাইনি সাত রাজার ধন ।
চেয়েছিলাম এক মনের মানুষ যার
ছিল এক নিষ্পাপ মন ।


পেয়েছিলামও তারে কপাল গুনেই
ঠিক যেমনটি চেয়েছিলাম ।
এত সাধনার সেই আরাধ‍্য মানিক
কেন যে পেয়েও হারালাম ?


ঐ চাওয়াতেই কি ছিল মহা অন‍্যায়
বুঝতে পারিনি কিছুতেই ।
কতজনে মানুষ নিয়ে কতকিছু করে
আমি যেন দোষী তাতেই ।


কারো সর্বনাশ করেও কতজনে যে
আরও উল্টো হয় পুরস্কৃত ।
নিখাঁদ ভালোবাসতে গিয়েই আমি
কি তবে হলাম তিরস্কৃত ?


নিঃশর্ত ভালোবাসতে বলছে সবাই
আমিও তো তাই করেছি ।
ভালো না বেসে বরং ভালো ছিলাম
ভালোবেসেই আজ মরেছি ।


রচনাকালঃ- রাত ১০.২৫টা, সোমবার, ৯ কার্ত্তিক ১৪২৮, ২৫ অক্টোবর ২০২১, মিরপুর, ঢাকা ।