যদি জানো তোমার হৃদয়টা একটু বেশীই মানবিক
তবে জেনো তোমার ভালোবাসা হবে না স্বাভাবিক ।
তাই আর কর যাই জীবনে কাউকে ভালোবেসো না
তুমি সইতে যে পারবে না তাকে না পাওয়ার বেদনা !
তোমায় করি করজোড় মিনতি তা হতে হও সাবধান
মানবিকতায় পরিপূর্ণ হৃদয় ভেঙ্গে কর না খান খান !
ঐ ভগ্ন হৃদয়ে প্রতিটি কাজে হবে যে ব‍্যর্থ পদে পদে
একটা ব‍্যর্থ জীবন নিয়ে ভবে সদা থাকবেও বিপদে ।
কেন তবে করবে বল ভালোবেসে স্বীয় জীবন বিপন্ন ?
কেঁদে লাভ নেই এই পৃথিবীর নিষ্ঠুর মানুষদের জন‍্য ।
হেথা স্বীয় স্বার্থে সবাই যার যারটাই বুঝে ষোলআনা
স্বার্থ ছাড়া শুধু ভালোবেসে কেউই কাছে আসবে না ।
প্রকূত ভালোবাসা বলে যে এই পৃথিবীতে কিছুই নেই
মিথ‍্যা কুহুকে পড়ে এ কথা আজও বুঝেনা অনেকেই ।
তবে হ‍‍্যাঁ যদি পারো ভালোবাসা নিয়ে করতে অভিনয়
যদি না থাকে তোমার হৃদয়ে স্রষ্টার দেয়া শাস্তির ভয় ।
তবে নির্ভয়ে করতে পারো ভালোবাসা নিয়ে ছলাকলা
ওদের কাছেই সঁপে দেয় দেহ মন যারা করে এ খেলা ।
তুমি তো করবে না অভিনয় ছলাকলা কিবা মিথ‍্যাচার
যারা এ কাজে সিদ্ধহস্ত বন্ধু আজ এই দুনিয়াটাই তার ।
দুনিয়া তোমার কারাগার তাই ভালোবেসে কর না ভুল
না পেরে পাথরে ফোঁটাতে ফুল আজীবন দেবে মাশুল ।


রচনাকালঃ- দুপুর ২:২৭টা, বৃহস্পতিবার, ২২ বৈশাখ  ১৪২৯, ৩ শাওয়াল ১৪৪২, ৫ মে ২০২২, মিরপুর, ঢাকা ।