কত রঙে ঢঙে মচ্ছবে বিশ্বময়
পালিত হল ভালোবাসা দিবস ।
এই একটা দিনই উপচে পড়ে
যত যুগলের ভালোবাসার রস ।
ঐ বালির বাঁধে দাঁড়িয়ে সর্বস্ব
হারিয়ে মেয়েটিও হয় বিবশ  ।
তার স্থলে এল অন‍্যজন যখন
আবার এল ভালোবাসা দিবস ।
বুদ্ধিজীবীদের উস্কে দেয়া এই
দিবসে কত জীবনে নামল ধস ।
সমাজটাও গেল বখে, এ যেন
মোদের জীবনে আগুনের পরশ ।  

রচনাকালঃ-রাত ১০.০৮, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা  ।