চারদিকে ঘিরে চাটুকার      বলছে কথা চটকদার
             কিন্তু কেউ ধরেনা কর্তার ভূল ।
কর্তাও বলেনা খবরদার     বরং বলে কি মজাদার
             সেও থাকছে তাতেই মশগুল !


ভুল পথে চালায় তাকে      ফেলছেও শত বিপাকে
             হাসিল করে তাদের স্বীয় স্বার্থ !
কর্তা চায় শুধু কতৃত্বকে     মজে থাকবে মৌচাকে
             শ্রেফ হীনস্বার্থ করতে চরিতার্থ ।


শুনে কতনা কথা বাহার     ভুলে ভুলে গড়ে পাহাড়
             কর্তা ডুবে থাকে ভুলেরই সাগরে ।
বুঝেনা ভুল মানেনা হার    করেও আরো দূর্ব‍্যবহার
             শেষে ভুলের জালে প‍্যাঁচিয়ে মরে ।


সত‍্যবাদী থাকলে পাশে      রাখেনা মিথ‍্যা আশ্বাসে
             অপ্রিয় হলেও সে বলে সত‍্যটাই ।
সে কি ওকে ভালোবাসে     যে থাকবে নরক বাসে
             তার পরিনাম তো হবে এমনটাই !

রচনাকালঃ- সন্ধ‍্যা ৭.৫৬টা, শনিবার, ৯ অক্টোবর ২০২১, ২৪ আশ্বিন ১৪২৮, ঠাকুরগাঁও ।