হায় ! কোন সে অবোধ এই দুনিয়ায়
যে ভোর দেখে হয় না বিভোর !
না, তার ঐ হৃদয় যে আলোকিত নয়
তমসার অন্ধকার যেন ঘনঘোর ।


মানব হৃদয় ভোর দেখে আনন্দিত হয়
বিষন্নতা ভূলে মনে আনে প্রশান্তি ।
শিশির স্নাত তৃণপাতা প্রকাশে প্রফুল্লতা
প্রকৃতি বিলায় যে অপরূপ কান্তি ।


পাখ-পাখালির কল-কাকলী মোরগের
ডাক আর আজানের সুমধুর ধ্বনি ।
উতলা অন্তর ডানা মেলে দূর তেপান্তর
ঘুরে ফিরতে উদ্বেলিত শিরা ধমনী ।


সাফল্য পাবার রহস‍্যগাথা ভোর বেলায়
বিধাতাও দিল ভোরে উঠার বিধান ।
তাই সফল হতে যারা চাই ভোরে যেন
না ঘুমাই এটাই করি সবে প্রণিধান ।