ওরে দূর্ভাগা হতচ্ছাড়া যত ঘাটের মরা
আজীবন ভয়ে কাঁপে তোদের শিরদাঁড়া
বেকার তোদের শ্রেষ্ঠ এই মানব জনম
কোন কিচ্ছুই হবেনা কভু তোদের দ্বারা ।


তোরা তো মরার আগেই গেছিস মরে
ভয় যে বাসা বেঁধেছে তোদের অন্তরে
ভয় ছাড়া চলতেই পারে না যারা নিজ
ছায়াকেও তারা ভয় পায় নিজের ঘরে ।


শুধু প্রভুর ভয়ে যাদের হৃদয় কম্পমান
তারাই যে রেখেছে ধরে মজবুত ঈমান
মরণে নেই ভয় ভাবে মৃত‍্যুর পর স্বর্গ
নিশ্চয় তারাই তো মৃত্যুঞ্জয়ী বীর মহান ।


ভয়কে জয় করেনি যারা তারাই ধিকৃত
স্বাভাবিকও নয়গো তারা মস্তিষ্ক বিকৃত
তারা প্রতাপশালীর পায়ে পড়ে থাকতে
চায় বলে কোথাও হয়না তেমন পুরস্কৃত ।


ভীতুদের জন‍্যেই জগত আজ মৃতপুরী
নর্দমার কিটেরা তাই করছে বাড়াবাড়ি
একদিন মরণ হবে ভাবেনা বলে তারা
মরে প্রতিদিন আর করে শুধু আহাজারি ।


রচনাকালঃ- রাত ১১.০১টা, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২১, ঠাকুরগাঁও ।