গণতান্ত্রিক দেশের মালিক নাকি আমরাই ওহে জনগন,
তবে কেন আমরা সবাই আজ দলে দলে হই বিভাজন ?
শাসক নামে শোষকেরা যখন আমাদের করছে বিভক্ত
আমরা হাঁদারামরা তখন এই দল সেই দলের অন্ধভক্ত ।
মালিক হয়েও ভৃত্যের ভৃত‍্য বনে করি জি হুজুর জি হুজুর ?
তারাও দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আমাদের বানায় দিনমজুর ।
হরিলুটের বাতাসা বানিয়ে যারা গিলে খাচ্ছে দেশটাকে
আমরা কি যেন চেতনাধারী হয়ে দৌড়াই তাদের ডাকে।
তারা দেশ লুটে খেয়ে চেটেপুটে করে করুক যত অন‍্যায়
কেউ প্রতিবাদ করলে হোক স্বজন ভাসাই রক্তের বন‍্যায়।
স্বীয় দল আর নেতার ধরলে ভুল হয়তো করতো উন্নতি
অথচ তারা করলেও অন‍্যায় আমরা দেই মৌন সম্মতি ।
এক প‍্যাকেট বিরিয়ানিতে যে জাতি বিক্রি হয় স্বেচ্ছায়
তাদের জীবন তো ভরবেই মহাকালের দুঃখের কেচ্ছায় ।
হে জনগণ দেশের মালিক হয়ে থাক না মালিকের মতন
তবেতো উজির নাজির হাজির হবে করতে খাতির যতন ।


রচনাকালঃ- রাত ১০:৩৬টা, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪২৯, ১ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।