আমার রূপ গুন আর অবস্থার বিবেচনায় আমাকে
পরিত‍্যাগে হয়তো সাময়িক কিছু সুখ পাবে ।
পাও, আমারও আর দুঃখ নাই যে তাতে...
তবে ভুলেও ভেবো না আমার স্বর্গীয় ভালোবাসা  
যাতে জিন্দেগীভর নারকীয় যন্ত্রণা পোহাবে ।
তাই সর্বদাই আমায় রেখো যেন ঘৃণাতে...


যতই তা নিয়ে করবে চিন্তা গবেষণা ততই যেন
মনে বাড়বে বিভ্রান্তি হয়তো হবেও অশান্তি ।
ভেবো না আমি কত কষ্টে কাটছি জীবন...
দুনিয়ার সুখকেই সব ভেবে শপে দিলে মূল‍্যবান
জীবনখানা আমিও চাই তাতেই পাও শান্তি ।
কভুও অনুশোচনা না করুক তোমার মন...


আসলে ওটা ছিলনা তথাকথিত কোন প্রেমপ্রীতি
ভালোবাসা, ওটা ছিল অতি মানবিক কীর্তি ।
বুঝতে চেষ্টা কর নাই যে দিব‍্য জ্ঞানে...
লৌকিকতার চাওয়া পাওয়ায় জীবনকে দেখলে
আর ভাবলে জীবন মানে শুধু আনন্দ ফুর্তি ।
আফসোস বুঝলেই না জীবনের মানে !


জীবনের মানে শুধু বুঝে ছিলে ঘর সংসার আর
ভোগ সম্ভোগ, তাই ত‍্যাগটা করতে পারোনি ।
দেখলেই না তোমার জন্য আমার বিসর্জন...
ভোগে সুখ নয় ত‍্যাগেই সুখ, পরকালীন দর্শনে
আমি গড়েছি নিজেকে কিন্তু তুমি তো গড়নি ।
তাই ইহকালীন সুখ করতে পারোনি বর্জন...


ভাবতেই পারি না কাউকে ভালোবেসে কেউ কি
পারে তাকে দোজখের আগুনে ঠেলে দিতে ?
যেখানে ধুঁকে ধুঁকে সে মরবে জীবন ভর...
তার বুকফাটা কান্না আর দীর্ঘস্বাসে যখন বাতাস
হয়েছে ভাড়ি তখন কিভাবে পারো স্বাস নিতে ?
কিভাবে পারবে অন‍্যের সনে করতে ঘর...?