সহসাই আসছে ভয়াল দজ্জাল
চারিদিকে বিছিয়ে চলছে জাল ।
কোটি কোটি তার সৃষ্ট অনুসারী
যত উদ্ভট কানুন করছে জারী
বিশ্বময় করছে সাম্রাজ্য বিস্তার
কাউকে যেন সে দেবেনা নিস্তার ।
সীমা সীমানা সবাই গেছে ছাড়ি
করছেও সবাই বড্ড বাড়াবাড়ি ।
সততা গেছে স্বেচ্ছায় নির্বাসনে.
মিথ্যার জয়জয়কার সর্বখানে ।
পাল্টাল পৃথিবীর চিরচেনা রূপ
মুখোশধারীরাও খুলিছে স্বরূপ ।
অতএব,
হে সকল ঈমানদার হও হুশিয়ার
অগ্নি পরীক্ষার প্রস্তুতি নাও এবার ।

রচনাকাল :- রাত ১১:৩২টা, শুক্রবার,  ৪ জুলাই  ২০২০২৫, ঠাকুরগাঁও,  বাংলাদেশ ।