খবরদার ! খবরদার !
জমীনের উপর আশ্রয় প্রশ্রয় গ্রহণকারী
হে মানুষ, তুমি হইও না কভু জমিদার ।
কেন যে তোমার হয় গো এমন মতিভ্রম
কখনো হয়না কি মোটেও লজ্জা শরম ?
যে হয় তোমার অন্ন বস্ত্র বাসস্থান দাতা
যে তোমার ঠাই দেয়ার অন্যতম ত্রাতা !
তারই যখন জবরদস্ত হতে চাও মালিক
ভাবো না, কি ভাববে তোমারই খালিক ?
ঐ একই জমীনের মালিকানার দাবীদার
কতজনে ছিল, করবেও ক'জনে আবার !
যার গর্ভে বিলীন হবে তোমার অস্থিমজ্জা
তার বুকে মানায় মালিকের সাজসজ্জা ?      
হয়না লজ্জা সেই দাতারই মালিক হতে
তাও আবার কারো কারো অসম্মতিতে !
দোর্দন্ড দাপটে কতেকে করল জমিদারি
তাদের উত্তরসূরিরা তো এখন ভিখারি !
এই সৃষ্টি যার জমিনও তার চলবে তারই  
খবরদারী, তুমি করোনা বাড়াবাড়ি আর ।
হুঁশিয়ার ! হুঁশিয়ার !

খালিক > স্রষ্টা ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.০৭টা, মঙ্গলবার, ২৩ অগ্রহায়ণ ১৪২৭,
২২ রবিউস সানি ১৪৪২, ৮ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।