অবহেলা নয়
------------------------------
-------শিব পদ রায়
কাউকে অবহেলা করা ঠিক না
তব কাজে লাগবে,
তুচ্ছ করলেও ফেলবে নারে
জানিও পাশে রবে।

দূর করে যাকে দিলে তাড়িয়ে
তোমার জন্যে ভাবে,
একদা তুমি তাঁকেই খুঁজবে
সহযোগিতা পাবে।

যারে তোমারি লাগে নারে ভালো
মঙ্গল প্রার্থী তব,
চলতে চলতে পাশে বসলে
নিয়তির সদ্ভাব।

ভাঙ্গা কুলা ছাই ফেলতে লাগে
যায় না মহব্বত,
পুরনো চাল ভাতে বেড়ে চলে
হেলা নয় মহৎ।

   তাং- ৩০/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।