অধিকার
-----------------------------
-----------শিব পদ রায়
অধিকার আদায় করেই নিতে হয়,
কাজে কর্মে প্রমান দেওয়া পরিচয়।
যোগ্যতা নিয়ে যায় আসল জায়গায়,
যার মাধ্যমে মানুষ মূল্যায়িত হয়।


স্বত্বাধিকার করে পাওয়া এক শর্ত,
ধৈর্য্য,অধ্যবসায় এনে দেয় মুহূর্ত।
নিজ গুণাবলী ও বৈশিষ্ট্যে করো চেষ্টা,
লক্ষ্যে পৌঁছাতে কাজের প্রতি রাখো নিষ্ঠা।


ন্যায্য হিস্যা মানবীয় গুণেরই অংশ,
সময়ে পদক্ষেপে প্রাপ্তিই অধিকাংশ।
নিরবে নয় সগৌরবে করো কার্য,
ধর্মের ঢোল বাতাসে নড়ে অনিবার্য।


জগতে কীর্তিমান যাদের একই লক্ষ্য,
প্রতিজ্ঞা হবে অভিষ্টপূরণ প্রত্যক্ষ।
তুমিও হতে পারো তাদের একজন,
স্বত্ব আদায়ে সচেষ্ট মনের মতন।


        তাং- ৩০/১২/২৩ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।