অগ্নিঝরা মার্চ
--------------------------------
--------শিব পদ রায়
উত্তাল মার্চ আমাদের জন্য গর্বের,
প্রশান্তির অভয় বানী অতি মর্মের।
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ,
জাতিকে দিয়েছে আমরণ জাগরণ।


স্বাধীনতার বীজ বপনের প্রত্যয়,
জাতি জাগ্রত ঐতিহাসিক চেতনায়।
মুক্তি আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ে
জীবনের তরে রাস্তা ঘাট দেয় বন্ধ করে।


পাক বাহিনীর বিরুদ্ধে গোলা বর্ষনে,
ত্রিশ লক্ষ শহীদ হয় সে রণাঙ্গনে।
সম্ভ্রম হারিয়েছে দুই লক্ষ মা বোন,
যাদের ত্যাগে এই দেশ হলো স্বাধীন।


ছাব্বিশ মার্চ হলো স্বাধীনতা দিবস,
তবুও রয়ে গেল কত হাই হুতাশ।
সুদীর্ঘ নয় মাস শত্রুসেনা রুখতে,  
শেষে শত্রুমুক্ত হলো মাতৃভূমি পেতে।
    তাং- ০১/০৩/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।