আগ্রহ
---------------------------------
-------শিব পদ রায়
আগ্রহ থাকলে সবকিছুতে সফল,
যত্ন করে কৃতকাজ হয় না বিফল।
যার একাগ্রতা বিদ্যমান তাকে মানে,
সর্বত্র সম্মান তার জন্য বয়ে আনে।
আগ্রহী প্রজ্ঞাবান ব্যক্তি শীর্ষেই থাকে,
স্বদেশ জাতি অনুসরণ করে তাকে।
ধৈর্য্যশীল মেধাবী যারা সর্বত্র পূজ্য,
তারাই জাতির বিবেক উত্তম কার্য্য।
স্বত:স্ফূর্ত অংশ গ্রহণেই অগ্রগতি,
প্রযুক্তি যুক্ত জ্ঞান প্রয়োগই উন্নতি।
ইচ্ছা শক্তি প্রবলে অজানা হয় জানা,
সুখ্যাতি অর্জিত হলে তৈরি সম্ভাবনা।
আন্তরিকতা হলো আসল কৃতকর্ম,
শিক্ষক ছাত্র অভিন্ন অধ্যয়ন ধর্ম।
তিনি হলেন মানুষ গড়া কারিগর,
গুরুর সান্নিধ্যে ছাত্র গড়ে স্বাধিকার।
কৃতি শিক্ষার্থী হয় সর্বজন বিদিত,
সকলেই শ্রদ্ধাভরে সমাদরে সিক্ত।
উদার পৃথিবীর সবাই যে আপন,
উৎসাহের সহিত উদাত্ত আহ্বান।
তাং- ৩১/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।