আমাদের বিদ্যালয়
----------------------------------------
--------শিব পদ রায়
আমাদের বিদ্যালয় বড় ভালবাসি,
সবে মিলে একাকার থাকি হাসিখুশি।
ফলাফল ভালো হয় সুনামের সাথে,
শিক্ষকগন আন্তরিক লেখাপড়াতে।
শিক্ষার মানোন্নয়নে চেষ্টা অব্যাহত,
শিক্ষার্থীরা দেয় মন পাঠে অবিরত।
অনুকূল পরিবেশ সদা বিরাজিত,
সহপাঠক্রমিক কার্যেতে আনন্দিত।
সকলের সনে মিলেমিশে করে খেলা,
পাঠের সময় কেউ করে নাতো হেলা।
পরষ্পরে আত্মার বন্ধনে অবস্থান,
যেন একই উদরে মায়ের সন্তান।
মোদের বিদ্যালয়টি সুষুমা মন্ডিত,
গাছ গাছালি ফুলে ফলে দৃষ্টিনন্দিত।
পর্যাপ্ত উপকরণে বিদ্যাপীঠ পূর্ণ,
আনন্দঘন পাঠদানে সবাই ধন্য।
তাং-২০/০৪/২৫ ইং