অম্বুবাচী
-------------------------------------
-------শিব পদ রায়
অম্বুবাচী অম্বুতে জল বাচীতে বৃদ্ধি,
সংস্কৃত শব্দ পালন করলে সমৃদ্ধি।
প্রখর তাপেই ধরীত্রী মাতা শুকায়,
তারপর হয় বৃষ্টি জল বেড়ে যায়।
আষাঢ়ের সপ্তম তারিখ শুরু হয়,
দশ আষাঢ় নিবৃত্তি জানিও নিশ্চয়।
এটি কামাখ্যা মন্দির কেন্দ্রিক আসামে,
তন্ত্র সাধনার অন্যতম পীঠ মর্মে।
মা বসুমতী এ ক্ষণে ঋতুমতী হয়,
অম্বুবাচীতে ভূমি কর্ষন উচিৎ নয়।
এ সময়ে করবে নিরামিষ আহার,
তন্ত্র সাধক ফল জল খায় আবার।
চালকুমড়া পুঁইশাখ মাসকলাই,
বেগুন কুমড়া নিষিদ্ধ জানিও তাই।
আম দুধ সেবন খুব গুরুত্ব পায়,
মায়ের মূর্তি লাল কাপড়ে ঢাকা হয়।
এ পিরিয়ডে ইষ্টমন্ত্র জপ করবে,
শঙ্খ বাজানো নিষেধ নিয়মে পড়বে।
বিবাহ পূজো গৃহপ্রবেশই বারণ,
ধূপ দ্বীপ সহ গোপাল সেবা দেবেন।
তাং-২৩/০৬/২৫ ইং