আমলকী একাদশী
----------------------------------------
-------শিব পদ রায়
ফাগুনে শুক্লপক্ষেরএকাদশী স্বাক্ষী,
বিষ্ণুলোকেই মহিমান্বিত আমলকী।
আমলকী বৃক্ষ তলে রাত্রি জাগরণ,
ফল প্রাপ্যতা ঘটে সহস্র গাভী দান।
ভগবানের মুখপদ্ম থেকে বিন্দু জলে,
ভূমিতে পড়লে আমলকী বৃক্ষ ফলে।
বৃক্ষ স্মরণে গো-দান ফল প্রাপ্তি হয়,
স্মরণে দ্বিগুণ ভক্ষণে ত্রিগুণ বর্তায়।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সদা অবস্থান,
এটি সব বৃক্ষের আদি বৃক্ষ বর্ণন।
বৈদিশেই চৈত্ররথ রাজার রাজত্ব,
বিষ্ণু ভক্তি যুক্ত প্রজা পালেন ব্রত।
যথাবিধি ভাবে ভক্তি ভরে পূজা দেন,
আমলকীরই প্রনামে রাত্র জাগরণ।
দৈবযোগে এক ব্যাধ ছিল অনাহারে,
ক্ষুধায় কাতর রাত জাগরণে মরে।
পরজন্মে বিদূরথ রাজপুত্ররূপে,
সদগুণে ভূষিত বসুরথ বিষ্ণু জপে।
দাতা রাজা জঙ্গলে শিকারে পথ ভ্রষ্ট,
ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত।
তারা সম্পূর্ণ ব্যর্থ হয় করতে ক্ষতি,
রাজার দেহ থেকে সুন্দরীর উৎপত্তি।
ঐ নারী সব পাপী ম্লেচ্ছকে হত্যা করে,
নিদ্রাভঙ্গ রাজা ব্রতে সুখে বাস নীড়ে।
তাং-১০/০৩/২৫ ইং