আন্তর্জাতিক শ্রমিক দিবস
-----------------------------------------
--------শিব পদ রায়
আন্তর্জাতিক মে দিবসই পহেলা মে,
আঠারো শত নব্বই পালিত প্রথমে।
আট ঘন্টা কাজের প্রতিবাদে মুখর,
নির্বিচারে গুলি শ্রমিকদের উপর।

তেশরা মে শিকাগোয় শ্রমিক নিহত,
চৌঠা মে হে মার্কেট গণহত্যা বর্ণিত।
আট জন শ্রমিক আটক করা হয়,
চারজনকে ফাঁসি কার্য করে নিশ্চয়।

মৃত্যুপূর্ব অগাষ্ট স্পাইসের ভাষণ,
সবাইকে করেছিল দিক নির্দেশন।
আমাদের নি:শব্দতা, কন্ঠ রোধ করো,
এ শব্দ থেকে বেশি শক্তি একদা ধরো।

অঙ্গীকার ত্যাগ সংগ্রাম ও অধিকার,
শ্রমিকদের মূলমন্ত্র থাকে স্বাধিকার।
শ্রমিক গঠন হলো অধিক জোরালো,
শেষে আট ঘন্টা কাজই স্বীকৃতি পেলো।

      তাং-০১/০৫/২৫ ইং