অপরা একাদশী
-----------------------------------------
-------শিব পদ রায়
জৈষ্ঠ্যমাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী,
নাম তার অপরা মহাপাপ বিনাশী।
বহু পুণ্য প্রদান ও পুত্রদানকারী,
ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রুণহত্যা মিথ্যুক,
নিন্দা পরস্ত্রীগমন এ ব্রত রক্ষক।
মিথ্যাস্বাক্ষ্য শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা ছলনা,
নরক ভোগীদের ব্রতে পাপ হবে না।
স্বধর্ম ত্যাগে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র হতে,
পালিয়ে নরকগামী হয় মুক্ত ব্রতে।
বিভিন্ন পূণ্যস্থানে গিয়ে যে ফল হয়,
এ একাদশী পালনে তা পাওয়া যায়।
পাপেরত ধর্মহীন এ দিনে না খায়,
যম যাতনা থেকে তারাও রক্ষা পায়।
এই তিথি পালন যে না করেই তথা,
জলে বুদবুদরুপ জন্মমৃত্যু বৃথা।
উপবাসে বিষ্ণুপূজাতেও বিষ্ণুলোকে,
কথা পাঠ শ্রবণে গোদান ফল অঙ্কে।
তাং-২৩/০৫/২৫ ইং