আর্তনাদ
------------------------------------
--------শিব পদ রায়
চারদিকে শুধু আর্তনাদ হাহাকার,
হেন ঘটনা ঘটে চলেছে নিরন্তর।
নারী যে ধর্ষিতার স্বীকার বারবার,
অবিরত বেড়েই চলেছে চারিধার।

তাদের ইজ্জত রক্ষিতে আগাতে হবে,
প্রতিরোধ হতে হবে সামাজিক ভাবে।
অপরাধীর দৃষ্টান্তমূলক হলে শাস্তি,
তবে রমণী পাবে অনেকটা নিষ্কৃতি।

নারীর পায়ে পায়ে শত্রুতা বহমান,
সুযোগ পেলে ঘাতকে করে অপমান।
অশ্লীল আচরণ বিরক্তির কারণ,
সহসা কুপ্রস্তাবে বাধাপ্রাপ্ত জীবন।

কত মেয়ে এভাবে অকালে যায় ঝরে,
প্রায়ই পৈশাচিকতার কবলে পড়ে।
লেখাপড়া সমাপ্তি হয় না মনে রেখো,
মরণযাত্রা অন্তিম প্রাপ্য ভেবে দেখো।

      তাং-৩০/০৬/২৫ ইং