অভিভাবক
--------------------------------
--------শিব পদ রায়
অভিভাবকের মর্যাদা বহু উপরে,
পরম শ্রদ্ধাভরে সবে স্মরণ করে।
সম্মান দিলে প্রাপ্তি হয় মনে রাখবে,
সমাদর ও ভালবাসায় পেয়ে যাবে।
সোহাগ দিতে পারে না ভাগ্য বিড়ম্বনা,
তার কপালে প্রেম বিনিময় জোটে না।
বাবা মা সবার উচ্চে বিধান মেনে চলবে,
তাদের আশির্বাদ শিরোধার্য মানবে।
বয়সীরা সর্বদা মাথার মণি রবে,
তারা হবে যে অনুস্মরণীয় গৌরবে।
আদেশ নির্দেশ চলাপথের পাথেয়,
জীবনে আনে প্রশান্তি অনিন্দ্য শাস্ত্রেয়।
গুরুবাক্য যায় না বৃথা মানতে হবে,
শ্রেণীভেদে যার যেটুকু সম্মান দিবে।
হেন অভিভাবকদের কষ্ট না দেই,
সর্ব উপরে তারা সত্য বিকল্প নাই।
তাং- ১৫/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।