বাবা
---------------------------------------------------
----------শিব পদ রায়
বাবার প্রতি অনুভূতি প্রকাশ,
দেহ মনের উপর দীর্ঘশ্বাস।
প্রকৃত পিতৃপ্রেম বিরাজমান,
যার জন্যে সুখী সকল সন্তান।

প্রকাশিত হয় আবেগ উচ্ছ্বাস,
প্রতি পরিবারে না থাকে হতাশ।
বাবা হলো বটবৃক্ষেরই ছায়া,
প্রয়োজন মিটিয়ে দেন অভয়া।

তোমার জন্যে দেখি ধরার মুখ,
তব হৃদয়ে লুকিয়ে মোর সুখ।
অভাবে অনুভব আমি এতিম,
ছিলে অন্তর জুড়ে বন্ধু প্রতিম।

ভালবাসা আদরে বড় করেছো,
আমার মধ্যে সব শান্তি দিয়েছো।
তুমি আমার সাক্ষাৎ ভগবান,
তোমার আশির্বাদে হই মহান।

      তাং-২৪/০৬/২৫ ইং