বাবা দিবস
-----------------------------------------
---------শিব পদ রায়
বাবা দিবসে বাবাকে সশ্রদ্ধ প্রনাম,
ছিলে বটবৃক্ষ ছায়া মোর মনষ্কাম।
তোমার মত উদার পৃথিবীতে নাই,
তুল্য নাই তব বিশ্বচরাচরে তাই।

আদর সোহাগে আছে শ্রেষ্ঠ অবদান,
তিলে তিলে বড় করে গড়েছো সন্তান।
কত সাধনা করে এনেছো এ ধরাতে,
আলোর মুখ দেখিয়েছো দীপ্ত প্রভাতে।

মনের চাহিদা পরিপূর্ণ বারেবারে,
অক্লান্ত পরিশ্রম দিয়েছো তাই মোরে।
অজস্র স্মৃতি মনে পড়ে হৃদয়ে গাঁথা,
ভুলতে পারি না কভূ সে সব বারতা।

অপরাধ যা করেছি ক্ষমা করে দিও,
দূর থেকে আশীষ চাই শুধরে নিও।
শয়নে স্বপনে কেবল তোমাকে দেখি,
তব আদর্শ মানবতায় সুখে থাকি।

      তাং-১৫/০৬/২৫ ইং