বাবা-মা
----------------
-------শিব পদ রায়
বাবা মায়ের মত আপন কেহ নাই,
পৃথিবীতে সবচেয়ে প্রীতি স্নেহ পাই।
যাদের অক্লান্ত শ্রম সাধনার ফল,
প্রকৃত সন্তানে প্রাপ্তি যাবে না বিফল।
মাতৃপিতৃ গুরুর বড় ত্রিভুবনে নাই                 সন্তানের বিপদে তাদের পাশে পাই।
সর্বোচ্চ ত্যাগে জনক জননী প্রস্তুত,
তাদের মত দরদী পাবো না বিশ্বস্ত।
যত দূর থেকে আসে পুত্র মা জিজ্ঞাসে,
ওরে বাবা খেয়েছিস কিছু খাও এসে।
মাতাপিতার কষ্ট দেয় কোন পিশাচ,
বিনিময়ে পাওনা রবে কারসাজচ।
হেন মাতৃপিতৃ সনে করলে অবহেলা,
নিয়ম রক্ষা অপেক্ষায় আসবে পালা।
সময় থাকতে  করো নাক এমন কাজ,
ভালো ছেড়ে মন্দ করলে পাবে লাজ।
            
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।