বাঁচতে হলে
--------------------------------
-------শিব পদ রায়
বাঁচতে হলে গাছ লাগাও
                   ভুল করো না ভাই,
এর মাশুল দিতেই হবে
                   রক্ষা কারোর নাই।


উদ্ভিদ দেয় যে অক্সিজেন
                     মানবের অমৃত,
এমন বন্ধু নাই জগতে
                     ভালোবাসাতে সিক্ত।


ওজন স্তর নেমে আসছে
                       বিপদেরই চিহ্ন,
কোটি কোটি বৃক্ষ উৎপাদন
                       পৃথিবী হবে ধন্য।


বেঁচে যাবে মানব সমাজ
                       ধরা হবে উন্নত,
গাছই পারে বাঁচাতে জীব
                        ঐক্য মন্ত্রে দীক্ষিত।


বৃক্ষরোপণ জীবিত প্রাণ,
                          তরু নয় নিধন,
কর্মকাণ্ডে বিকশিত হোক
                           প্রস্ফুটিত জীবন।
          
         তাং-২৩/০৪/২৪ ইং
        চুকনগর, ডুমুরিয়া, খুলনা।