বদ্ধভূমির উন্নয়ন
--------------------------
-------শিব পদ রায়
চুকনগর বদ্ধভুমির উন্নয়ন,
শহিদের সম্মামনার উদাহরণ।
একই সংগে বিশ হাজারেরও বেশি,
জনসমুদ্রেই পরিনত রাশি রাশি।
সাতক্ষীরা থেকে আগত পাকবাহিনী,
হঠাৎ আক্রমণে নিরস্ত্র বাঙ্গালী জানি।
লাইনে দাঁড়িয়ে মেশিনগানে আবদ্ধ,
চারদিকে রক্তে রঞ্জিত আবাল বৃদ্ধ।
নারকীয় ঘটনা ইতিহাসে বিরল,      
আজ মনে পড়ে ছিল সেদিন ভয়াল।
পাক বর্বর বাহিনী চালায় হত্যাকান্ড,
মূহুর্তেই হয়ে যায় সব লণ্ডভণ্ড,
রাত পোহালেই ভারতে আশ্রয় নিতে,
জমায়েত হয় সব মানুষ এক সাথে।
রামপাল শরণখোলা বটিয়াঘাটা,
ডুমুরিয়া, দাকোপ খুলনা তেরখাদা।
রুপসা মোংলা মোরেলগঞ্জ হতে সবে,
বাগেরহাট ফকিরহাট পাড়ি দেবে।
এ হেন বদ্ধভূমির দরকার উন্নয়ন,
সরকারি প্রচেষ্টার পাশে জনগন।
সবার শ্রমে হবে যাদুঘর দর্শন,
রবে লাইব্রেরীসহ দেয়ালে চিত্রন।
পৃথিবীতে বৃহত্তর গণহত্যা এটা,
আন্তর্জাতিক সম্প্রদায় জানবে ঘটা।
মানবাধিকার সংস্থা বিভিন্ন মিডিয়া,
মাধ্যমে বিশ্ব যাবে বৃত্তান্তই জানিয়া।
সরকারের থাকবে বিরাট বাজেট,
বাস্তবেই ব্যাপক কাজ করবে জোট।
আর নয় দেরি হোক সব  সম্প্রচার,
বদ্ধভূমির প্রগ্রেস বিশ্বমাঝে প্রচার।
         শিরোমণি, খুলনা।