বারবার নির্বাচিত চেয়ারম্যান
-----------------------------------------
--------শিব পদ রায়
চারবারই নির্বাচিত চেয়ারম্যান,
মাগুরখালী ইউনিয়নে অবদান।
যিনি হলেন বাবু বিমল কৃষ্ণ সানা,
উন্নয়নে পেলেন অসংখ্য সম্মাননা।
রাত পোহালেই ইউনিয়নের চিন্তা,
নতুন নতুন কর্মকাণ্ডের বারতা।
কিভাবে জনগন স্বস্তিতে রাখা যায়,
সর্বদা মানুষের মঙ্গল কামনায়।
পৌরাণিক কাহিনীর বিগ্রহ দর্শন,
মহানামে খ্যাতনামা দল আগমন।
কাত্যায়নী পূজার আশ্চর্য আয়োজন,
বহু কালচারাল কার্যে ইচ্ছা সাধন।
ইউনিয়ন করেছো আধুনিকায়ন,
জনমনের স্বতঃস্ফূর্ত মহামিলন।
বিবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড,
জনমনকে দিয়েছে আনন্দ প্রকাণ্ড।
অকালমৃত্যুতে গভীর শূন্যতাসৃষ্টি,
মানব মনে এক অপূরণীয় ক্ষতি।
কিছুতে মেনে নিতে পারছি না মরণ,
তব অক্ষয় কীর্তি স্মরিবে আজীবন।
তোমাকে পাবো না আর এ আনন্দযজ্ঞে,
সারাজীবন রবে জনমনে কৃতজ্ঞে।
উদারতা মহানুভবতা স্মরণীয়,
তোমার আলোয় উদ্ভাসিত মোহনীয়।
মনুষ্য ভালবাসায় হও স্বর্গবাসী,
সেই কামনায় প্রত্যাশায় দিবানিশি।
তুমি রবে সবার হৃদে ওগো মহান,
মরেও অমর রবে স্মৃতিতে অম্লান।
তাং-১৮/০৭/২৫ ইং