বরুথিনী একাদশী
---------------------------------------
-------শিব পদ রায়
বৈশাখে কৃষ্ণপক্ষীয়া বরুথিনী ব্রত,
একাদশী পালনে পাপক্ষয় নিয়ত।
এটি সুখ লাভ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে,
দুর্ভাগা স্ত্রীর সর্বসৌভাগ্য ভালে বটে।
ভক্তি মুক্তি প্রদানকারী পাপহরণ,
গর্ভবাস যন্ত্রণা বিনাশ সম্পাদন।
মান্ধাতা ধুন্ধুমারের দিব্যধাম লাভ,
ব্রত পালনে দেবাদিদেব মহাদেব।
দশ হাজার বছরের সুফল পায়,
ইহলোক পরলোকে ভালো ফল হয়।
অন্নদানের মত শ্রেষ্ঠ দান নাইতো,
পিতৃলোক দেবলোক নর অন্নে তৃপ্ত।
বিদ্যাদান আরও সেরা মনের মত,
সেই সমান ফলাফল লভে এ ব্রত।
কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ,
এতে হয় সর্বদা নরকের যাতন।
স্বর্ণালঙ্কার সহ কন্যাদানেই পূন্য,
এটা পালন করলে আরো আরো গণ্য।
দশমী দিনে কাঁসায় নিষিদ্ধ ভোজন,
অন্যের অন্ন আহার, মৈথুন বর্জন।
পরচর্চা,প্রতারণা হিংসা ক্রোধ বন্ধ,
মিথ্যা ভাষণ,মাংস মসুর মধু নিষিদ্ধ।
ব্রতের ফলে পাপনাশ অক্ষয় গতি,
পাঠ শ্রবণে গোদান ফল পাপমুক্তি।
তাং-২৪/০৪/২৫ ইং