বসন্ত
--------------------------
---------শিব পদ রায়
এল বসন্ত ফুলবনে
                ভ্রমর উড়িছে গুঞ্জরি,
মৌ মৌ সুগন্ধে মুখরিত
                 পত্র পল্লবে ওঠে ভরি।


আম্রকাননে চেয়ে রই
                 আনন্দে বিমোহিত মন,
অমৃত ফল এই আম
                   হৃদয় করে আকর্ষণ।


মিষ্ট ফল সবার প্রিয়
                 গাছে ঝুলছে সারি সারি,
দেখতে অতি মনোহর
                   মন কেড়ে লয় সবারি।


জাম পাকে কাঁঠাল পাকে
                   পাকে বসন্তে স্বাদু ফল,
এই ফলে পিয়াস মেটে
                   জাগ্রত বসন্তে সুফল।
তাং- ১৬/০৩/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।