বই
--------------------
-------শিব পদ রায়
বই পড়ে কোনদিন দেউলিয়া হয় না,
এটাতে আসে সম্পূর্ণ জ্ঞানের ধারণা।
জ্ঞানের উন্মোচন শুধু অনুশীলন,
মনীষীদের জীবন দর্শন পঠন।


বারবার পাঠাভ্যাস সঞ্চয় বিজ্ঞান,
জীবন চলার পথের অনুসন্ধান।
বিরহ বেদনা প্রত্যহ চাওয়া প্রাপ্তি,
সাহিত্য চেতনায় মনে রবে স্মৃতি।


বিপথগামীকে দেখায় পথসন্ধান,
নতুন নতুন ধ্যান ধারণা প্রদান।
চর্চায় হয় নিত্য নতুন সমাধান,
স্নিগ্ধ সুন্দরের অনন্য অভিধান।


বই বই বই সাথে থাকা দরকার,
মানব জনমে অমূল্য স্বত্বাধিকার।
যখন কেহ নাই সঙ্গী জ্ঞান ভান্ডার,
এটা পুঁজি করে বাঁচব জনমভর।


      তাং- ২৭/১২/২৩ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।