ছা পোষানি
---------------------------------------
-------শিব পদ রায়
ছা পোষানি শেয়ালেরই কাছে
দিন দিন হারাবে,
যত সময় পার হয়ে যাবে
শূন্য কোঠায় পাবে।

মানুষ নামের শেয়াল যারা
সমাজে ক্ষতি করে,
কেবলই নিজের আধিপত্য
না আসে উপকারে।

অতি চালাকির মানুষগুলো
লোকেদের ফাঁকি দেয়,
স্বীয় লভ্যাংশ গোছাতেই ব্যস্ত
সমূহ সম্ভাবনায়।

শেয়াল হলো ধান্দাবাজ প্রাণি
পোষ্যতা চুরি করে,
হুক্কাহুয়া ডাকছে কেবলই
কার দুয়ার মারে।

     তাং-২৫/০৪/২৫ ইং