চাকুরী স্থায়ীকরণ
----------------------------------
--------শিব পদ রায়
অবশেষে চাকুরিটা স্থায়ীকরণ হলো,
অবসরে যাবার সময় হয়ে এলো।
আগে একবার জমা দিলাম তথ্যাদি,
সব মিস হলো ভরসা নাই ইত্যাদি।


চাকুরী নব্বইয়ে অনেক হলো দেরি,
এ কেমন স্থায়ী ভাবনা বুঝি কি করি।
এটা না হলে এমন কিযে হতো ক্ষতি,
ভাবতে অবাক লাগে চলছে কি নীতি।


চাকরি শুরু  তাদের স্থায়ী হচ্ছে আগে,
যাদের দরকার দ্রুত ঝামেলা সেই ভাগে।
এ কাজে নাই মজা প্রয়োজনের তাগিদে,
সময়মত সমাধা দেখি প্রতি পদে।


আনন্দেতে নৃত্য করি পেশা হোক স্থায়ী,
কামনা পূর্ণ হোক কৃপা করুনাময়ী।
পেশাগত দক্ষ হবে মনের স্বস্তিতে,
স্থায়ী মনে স্থায়ী শান্তি থাকি স্বান্ত্বনাতে।
     তাং- ২৭/০৩/২৪ইং
     শিরোমণি, খুলনা।