দক্ষতা
---------------------------
--------শিব পদ রায়
দক্ষতা অর্জনে কত শ্রম দিতে হয়,
কিছু পেতে হলে হতে হবে বিনিময়।
প্রকৃত পরিশ্রম বৃথা যাবে না কভূ,
একদিন ফল দিবে দীনবন্ধু প্রভূ।


কাজ করে বাড়ে জ্ঞান কথা অতি সত্য,
যতটুকু করবে রেজাল্ট খুব দ্রুত।
প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষহাতে নাও শিক্ষা,
বাস্তবে কাজ হবে পাবে সঠিক দীক্ষা।


লিখেই  হাত পাকে চুল পাকে সময়ে,
না কাঁদলে দেয় না দুধ নিজের মায়ে।
পরের জন্য উপকারে মন বিলাও,
হিতার্থে মঙ্গল হবে প্রাপ্তি বুঝে নাও।


পণ্ডিতে হাতে খড়ি জীবনটা স্বার্থক,
বিফলে যায়নি কিছু তা চিত্তাকর্ষক।
প্রচুর  অনুশীলন পূর্ণ আকিঞ্চন,
দক্ষতা জীবনে দেয় শ্রেয় সঞ্জীবন।
     তাং- ২১/০১/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া,খুলনা।