ডায়াবেটিস
-------------------
-----শিব পদ রায়
কি সুন্দর রোগ এইত ডায়াবেটিস,
বড় লোকের খাদ্য গরীবে প্রাকটিস।
খাদ্যশৃঙ্খল এখন পূর্ণ নিয়ন্ত্রণ, :
দুবেলা রুটি একবেলা ভাত গ্রহণ।
জীবনটাই রাখতে হবে সুসংবদ্ধ,
প্রলোভন আর যেন না করে আবদ্ধ।    
অনুরোধ যাই করুক বেশী খাবে না,
নিয়ম মত চললে নেইতো  ভাবনা।
ঢের হলে সকালে বিকালে এক ঘন্টা,
ঘাম নি,:সৃত হাটতে সবল  মনটা।
নানা দিক করলে ঘটবে মুশকিল,
রোগটি ক্ষেপে যাবে খেতেই হবে কিল।
ডায়াবেটিস মানে সংঘবদ্ধ জীবন,
স্কেল ধরে আগালে সুগঠিত বন্ধন।
এহেন নেই বন্ধু অতি আপন জন,
নিজ শরীরের প্রতি লইবে যতন।
তাইতো ডায়াবেটিস থেকে নেই শিক্ষা,
আমরা সবাই উত্তীর্ণ হব পরীক্ষা।


চুকনগর, ডুমুরিয়া, খুলনা।