দোলপূর্ণিমা
--------------------------------
---------শিব পদ রায়
দোল পূর্ণিমায় আবির রাঙানো হয়,
শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রথম শোভা পায়।
পবিত্র তিথিতে এ এক মিলন মেলা,
সৌহার্দ্যের বন্ধন হোক রঙের খেলা।


যশোদাকে প্রশ্ন কৃষ্ণের তিনি যে কালো,
শ্রী রাধাকে ফর্সা দেখতে সুন্দরী আলো।
দোল পূর্ণিমায় আবিরে রাঙান রাধাকে।
গোবিন্দকে রাঙিয়ে দেন শ্রীরাধা সুখে।


সেই থেকে শুরু হয় আবিরের পালা,
রঙিন আভায় উদ্ভাসিত এই রং খেলা।
ভাবগাম্ভীর্যের লীলা ফূর্তি অনাবিল,
বিশ্ব আজ মাতোয়ারা পরষ্পর মিল।


সন্ধ্যা পর্যন্ত থাকতে হয় উপবাস,
ফলমূল আহার করে গড়ো অভ্যাস।
হৃদয় উজ্জীবিত হোক উদ্দীপনায়,
ভাতৃত্ববোধ বিরাজে দীপ্ত চেতনায়।


শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি,
দোলে কৃষ্ণ দোলে রাই সংঘবদ্ধ হরি।
ভেদ ভুলে একাকার মিলন মেলায়,
জীবন স্বার্থক হউক হোলি খেলায়।
      তাং- ২৫/০৩/২৪ ইং
    শিরোমণি, খুলনা।