দুর্লভ মানব জনম
----------------------------------------
-------শিব পদ রায়
মানব জনম পাবো কিনা তা জানি না,
অনেক সাধনায় প্রাপ্ত এ দেহখানা।
বাবা মায়ের আশির্বাদে আসা ভুবনে,
সুকৃতি করার প্রয়াস পাই জীবনে।
সৃষ্টিকর্তা ঠাকুরের যুগল চরণে,
একটু যেন ঠাঁই হয় হৃদিকাননে।
নিজেরে করি তাই সমর্পণ তোমাতে,
জীর্ণ দেহ বিলীন হোক তব সেবাতে।
মোর হৃদয় কোণে লুকিয়ে আছো প্রভূ,
এতটুকু অনুভূতি নেই দেখি কভূ।
অর্জুন শ্রীকৃষ্ণ সনে রথে গঙ্গাস্নানে,
স্বয়ং ভগবান আছে সাথে নাই মনে।
আমরা অধম ক্ষীণ দৃষ্টি নিয়ে চলি,
অন্তরে খোঁজ রাখি না কৃষ্ণ কথা বলি।
এ জনমে প্রভূ করতে পারি ভজন,
কৃপা করি অধমেরে দিও দর্শন।
আর পাবো না অমূল্য মানব জনম,
তোমাকেই ভুলে না থাকি সারাজনম।
জন্ম জন্মান্তরে তব দাস হয়ে থাকি,
দুর্লভ মানব জনমে স্মরণে রাখি।
তাং-২৬/০৬/২৫ ইং