একলা চলো
---------------------
--------শিব পদ রায়
তোমার ডাকে যদি কেউ না আসে,
একনিষ্ট চিত্তে তুমিই একলা চলো।
অভিষ্ট লক্ষে পৌঁছাতে হবে যে তোমায়,
এটার ফলাবর্তন পাবে খুব ভালো।
প্রতিজ্ঞা করতে হবে পিছন ফিরবে না
শুধু অনুশীলন অধ্যবসায়ী হবে
চমৎকার নিদর্শন সম্মূখে আসবে,
জীবনটা হবে সম্পূর্ণ নখদর্পনে,
পাবে অমূল্য রতন একাগ্রে সম্ভবে।
মনের বিকার সদা হবে বিদূরিত,
ইচ্ছাপূরণ করতে লাগবে সাধনা।
অলসতা পরিহরি তৎক্ষনাৎ প্রচেষ্টা,
অভিলক্ষে যেতে উত্তম ব্যবস্থাপনা।              রবীন্দ্রনাথের সৃষ্টি একলা চলরে
ঝড় বাদল আঁধার কিছু বাঁধবে না,
মনোবল যদি তুঙ্গে ব্রত সংকল্পে
যত বাঁধা আসুক সুফল সম্ভাবনা।
                
             চুকনগর, ডুমুরিয়া, খুলনা।