স্পষ্টবাদী
---------------------------------
-------শিব পদ রায়
স্পষ্টবাদী হওয়া খুব ভালো
দিনটি ভালো যায়,
ইতস্তত ভাব করলে পরে
পড়বে দোটানায়।
সত্যের কাঠগড়ায় দাঁড়িয়ে
মিথ্যা কথা বললে,
পরিনাম যে তার ভয়াবহ
যাবে সব বিফলে।
তুমি সত্য কথায় যদি ঠকো
মনোবল স্বাগত,
সকলের কাছে বাহবা পাবে
বিশ্বাস দৃঢ় স্বত্ব।
স্পষ্টবাদিতে দু:খ কষ্ট হলে
তাতে হবে না ক্ষতি,
বারংবার ঢের জিতবে বেশি
সততায় যে মুক্তি।
তাং- ১৩/০৯/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।