গাজন
------------------------------
-------শিব পদ রায়
চৈত্র মাসের শেষেই শিবের উৎসব,
চড়ক পূজারই ঐতিহ্য  মহোৎসব।
পাট নিয়ে সন্ন্যাসীদল ঘুরে বেড়ায়,
তিন দিন পাঁচ দিন পাট স্নান হয়।


একমাস সন্ন্যাসব্রত পালিত হয়,
একজন শিব দুই সখী সাজে তায়।
এ পর্বে গানের তালে তালে নৃত্য হয়,
নীল পূজা বা গম্ভীরা পূজা পরিচয়।


এ গাজনে শিবের বিবাহ অনুষ্ঠিত,
কুমিরের পূজা জলন্ত অঙ্গারে হাঁট।
কাঁটা বা ছুরির উপর লাফানো হয়,
হাজরা পূজা শ্বশানে যেতে দেখা যায়।


ভক্তিতে শ্রদ্ধায় আনন্দে যাব মিলনে,
ঐতিহ্যকে ধরে রাখি সদা সর্বক্ষণে।
গাজন মেলাটি অনুষ্ঠিত চৈত্রমাসে,
চৈত্র সংক্রান্তি উৎসব হয় সর্বশেষে।
    
       তাং- ১০/০৪/২৪ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।